রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় আদালতের রায়ে নিজের জমি ফিরে পেলেন কাজী শাহজাহান ও আব্দুর সাত্তার কাজী ও তার পরিবারের সদস্যরা। এত দিন অবৈধভাবে জায়গাটি দখল করে ব্যবহার করেছিল অন্যরা।
সবশেষে আদালতের নির্দেশে নিজের জায়গা বুঝে নেন তারা। এ সময় তারা নিজেদের যায়গায় খুটি গেড়ে ব্যানার লাগিয়ে দখল বুঝে নেন জমির মালিকগন।
আদালতের সূত্রে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট ও নিম্ন আদালতের রায় সাপেক্ষে
এই জমির মালিক১। কাজী শাহ্জাহান ২ । আঃ ছাত্তার কাজী।উভয় পিতা মৃত: ওয়াজদ্দিন কাজী।
মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিসন নং-২০৪/২০২৩, মহামান্য হাই কোর্টের সিভিল রিভিসন নং-৪৪৪/২০১৯, মহামান্য জজ কোর্টের আপিল, নং-১৭/১৯৯৬,মহামান্য নিম্ন আদালতের মামলানং- ৬/১৯৮৮। তফসিল সম্পত্তি:- ৪৬ নং দক্ষিণ ডুবলদিয়া মৌজা । বি আর এস খতিয়ান নং:- ৮৭, বি আর এস দাগ নং:- ৪৭৯/৭৩৬ ও জমির পরিমান:- ৩২০ শতাংশ।
বর্তমান জায়গার মালিক শাহ্জাহান ২ । আঃ ছাত্তার কাজী। উভয় পিতা মৃত: ওয়াজদ্দিন কাজী। আমরা জায়গাটির রায় পাই। এর পরে বিবাদী পক্ষ আদালতে মামলা করেন। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জায়গা বুঝে পেয়েছি।