রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিতে যাচ্ছে সরকার আজ মঙ্গলবার দুপুর ২ টায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন।
সেতু বিভাগের উচ্চপদস্থার কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে কালের কণ্ঠকে বলেন, আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে কিছু শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে কতদিনের জন্য সেতুতে বাইক চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। সত্যগুলো এখনো জানা যায়নি।
আজকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।