সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ
কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নে মৌজা বোতলায় অসুস্থ মাকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে মায়ের নামীয় জমি জোর করে লিখে নেয়ার অভিযোগ উঠেছে এলাকায় তোলপাড়।
অভিযোগ কারী হলেন,
মোঃ জয়বার আলী (৭২) পিং মৃত্যু বাবর উদ্দীন, মাতা: মৃত্যু জোবেদা বেগম, সাং বোতলা, ইউনিয়ন: বুড়াবুড়ী,থানা উলিপুর,জেলা কুড়িগ্রাম। গত ২৯.১০.২২ ইং তারিখ থানায় উপস্থিত হইয়া অভিযোগ করেন যে, তার স্ত্রী মোছাঃ সাহের বানু বিগত ৪৫ বছর পূর্বে রেজিষ্ট্রীঃ মূলে বিবাহ সম্পন্ন হয়।ঘর সংসার করা কালে ০৫টি সন্তানের জননী হয় বর্তমানে তার স্ত্রী ক্যানসার আক্রান্ত রোগী ১। বিবাদী মোঃ ছক্কু মিয়া (৩৬) পিতা মোঃ জয়বর আলী।২। মোছাঃ হাসি বেগম (২৮) স্বামী মোঃ ছক্কু মিয়া, উভয় সাং বোতলা, ইউপি-বুড়াবুড়ী,থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম।
ছেলে ও ছেলের স্ত্রী সম্পতি লিখে নেয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করিতে থাকে।
২৩.১০.২২ ইং তারিখ রাত্রী অনুমান ১১.৩০টার সময় স্বামী মোঃ জয়বর আলী ঘুমিয়ে থাকা অবস্থায় উক্ত বিবাদীদ্বয় কৌশলে তার অসুস্থ স্ত্রীকে বিভিন্ন ভাবে ফসলিয়ে ফসলিয়ে নিজ বাড়ী থেকে রাজার হাট নিয়ে আসে।
এবং শাহীন মিয়া পিতা মৃত্যু কাচুয়া মাসুদ সাং ফুলখাঁ (মোজাহিদপাড়া),থানা রাজার হাট, জেলা কুড়িগ্রাম -এর বাড়ীতে নিয়ে আসিয়া জমি রেজিষ্ট্রীঃ করার বিভিন্ন কৌশল অবলম্বন করিতেছে।২৭.১০.২২ইং তারিখ সকাল অনুমান ১০.০০ টার সময় জনৈক মোঃ শাহীন মিয়া পিতা মৃত্যু কাচুয়া মাসুদ সাং ফুলখাঁ (মোজাহিদপাড়া) ইউনিয়ন – উমর মজিদ, থানা রাজার হাট, জেলা কুড়িগ্রাম।
জয়বর আলী বলেন,
আমি ফুলখাঁ (মোজাহিদপাড়া) শাহীনের বাড়ীতে স্ত্রীকে দেখার জন্য আসিলে বিবাদীদ্বয় আরো ভয়ভীতি সহ হুমকি দেখিয়ে স্ত্রীর নামীয় সম্পতি রেজিস্ট্রীঃ করিয়া নিবেন বলে উচ্চস্বরে জানান তারা।বর্তমান আমার স্ত্রী উক্ত ঠিকানায় বিবাদীদ্বয়ের হেফাজতে আটক রাখে।
বিষয়টি নিয়ে রাজার হাট থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করা হয়।ঘটনার বিষয়ে উপস্থিত স্বাক্ষী ১। মোঃ এনামুল হক, পিতা মৃত্যু আকবার আলী সাং বোতলা,২। মোঃ মফিজল হক,পিতা আকিম উদ্দীন সাং দলন, উভয় ইউপি,বুড়াবুড়ী, থানা উলিপুর,জেলা কুড়িগ্রাম।
অনেকে বিস্তারিত ঘটনা দেখিয়েছেন ও শুনিয়েছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় মহৎগণের সহিত আলোচনা করিয়া উলিপুর থানা, ও রাজার হাট থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। এবং আমার কন্টাক্ট মোবাইল নম্বর দেয়া হয়েছে।মোবাঃ 01741067521তিনি আরও জানান,আমার ছোট ছেলে আকাশ বাবু সে বাক প্রতিবন্ধী সে সব বুঝে, মা’কে পালিয়ে নিয়ে যাওয়ার কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ে আমি আকাশ বাবুর কান্না সহ্য করতে না পেরে স্ত্রীকে উদ্ধারের চেষ্টায় ছুটাছুটি করছি।