কুড়িগ্রামের উলিপুরে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাহিনী দিয়ে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে, ২২মার্চ ওই ইউপি কার্যালয়ে।
ভূক্তভোগী সাংবাদিকের লিখিত অভিযোগে জানা গেছে, ২২মার্চ চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের দলিলপত্র বিতরণে উপজেলা অডিটরিয়ামে আশ্র য়ণ -৪প্রকল্পের আওতায় উপজেলা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হইয়া সংবাদ প্রকাশ করতে তথ্য ও ছবি সংগ্রহ করেন।পরে ধরনীবাড়ী ইউপির ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর বিতরণের সংবাদ সংগ্রহ করতে মাঠ পর্যায়ে সাংবাদিক সুলতানা রাজিয়া যায়।
এর পর ওই ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হকের সর্বশেষ সাক্ষাৎকার নিতে গেলে আকর্ষিকভাবে চেয়ারম্যা নের ইশারায় তারই পোষা বাহিনী এমরান(২৭),মাহবুব (২৫), আলম(৩২)সহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক তাকে লাঞ্চিত করে এন্ডায়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এরপর তার মোবাইলে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি ও ডকুমেন্ট তারা মুছে ফেলে। পরে চেয়ারম্যান তাকে ফোনটি ফিরিয়ে দেয় মোবাইল ফোনের ছবি ও ডকুমেন্ট মুছে দেয়ায় এলাকার অবহেলিত মানুষের সংবাদ প্রকাশ করতে পারছেনা।
এ ব্যাপারে সাংবাদিক সুলতানা রাজিয়া কুড়িগ্রাম পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানালে তারা লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।পরে তিনি ২৩-০৩-২০২৩ তারিখ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।