জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে উলিপুর উপজেলা মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান (প্রধান) আহাম্মদ আলী, শ্রেষ্ট শ্রেনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষক সপ্তাহ উলিপুর উপজেলা উদযাপন কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,
বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা,সহযোগীতার প্রবণতা,চারিত্রিক দৃঢ়তা ও সততা শৃঙ্খলাবোধ,সময়ানুবর্তিতা,
শ্রেনীর পাঠদানের সক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করে তাঁকে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত করেছেন।
তিনি গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির বিদ্যোৎসাহী সভাপতি সহ বিভিন্ন পেশাজীবি,সামাজিক,মানবিক সংগঠনে সমাজ ও মানব কল্যাণের ব্রত নিয়ে কাজ করছেন।
সচ্ছ ও নিঁখুত প্রক্রিয়ার নির্বাচনের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ উলিপুর উপজেলার উদযাপন কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, মাওলানা আহাম্মদ আলী,( কামিল,এম এ,বি এড,এম এড,) সুপারেন্টেন্ডেন্ট মধুপুর সরকার পাড়া হরিফিয়া দাখিল মাদ্রাসা।