December 9, 2024, 10:19 am
শিরোনামঃ
সিটিটিসি প্রধানের সাথে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এত টাকা কোথায় পেলেন খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন

Reporter Name

স্টাফ রিপোর্টার – খন্দকার মুনতাসির মামুন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খাদ্য বিভাগের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক” তার অধীনে আছে দুইটি খাদ্য গুদাম।অভিযোগে কি বলাযেতে পারে ? ছোট খাটো কর্মকর্তা কিংবা সে যেই হউন না কেন বৃহত্তর ময়মনসিংহ ছেড়ে অন্য কোথাও তাদের যেতে ইচ্ছা করেনা। তাই সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেও তাদের ময়মনসিংহ ছেড়ে গেলেও তাদের মন কাঁদে।

ময়মনসিংহ -নেত্রকোনা বাসী যুগপৎ এই প্রতিনিধিকে জানান দুটি কারণে নাকি সরকারি পেটি অফিসাররা ময়মনসিংহ -নেত্র কোনা এবং ময়মনসিংহের অন্যন্য জেলা সদর গুলো থেকে বদলি হওয়ার কানা ঘুষার খবর পেলেই প্রথমেই উর্ধতন কর্মক র্তাদের কাছে চড়া দামে টাকার ঘুষ নিয়ে যায়। সেই সাথে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দেন। এই ভাবে একই কায়দায় ঘুষ এবং কান্নাকাটির ফলে পেটি অফিসারদের বদলি স্হগিত হয়ে যায়। আর একটি হলো ময়মনসিংহ এবং বৃহত্তর ময়মনসিং হে সরকারি চাকরির কোন জবাবদিহিতাই নেই। ফলে তারা চাকরি করেন নাকে তেল দিয়ে। ঘুষ খান অবলীলায় দূর্ণীতি করেন প্রকাশ্যেই। কারণ তারা ভালো করেই জানেন তাদের কারও কাছে জবাবদিহি করতে হবেনা।

এই দৃঢ় মনস্তাত্বিক চিন্তা শক্তিতে বলীয়ান হয়ে পূর্বধলা উপজে লা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন স্বৈরাচারী পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে,পছন্দের জায় গায় চাকরি করার রেকর্ড করেছে এবং আশ্চর্যের বিষয় আওয়া মীলীগের এই ক্যডার সরকারি চাকরিজীবী লজ্জাহীন ভাবে পূর্ব ধলা উপজেলাতেই খাদ্য নিয়ন্ত্রক হিসেবে,এখনো বহাল তবিয় তে এতো শহীদের রক্তপাতের পরও এখানেই আছে।

পূর্বধলাবাসী ঘৃণিত ভাবে উল্লেখ করে বলেন, এরপরও যদি নির্লজ্জ্যের মতো এই খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন এখানে আওয়ামীলীগের ক্যডার হিসেবে চাকরি করতে থাকে, তাহলে ভবিষ্যতে পরিনাম ইতিবাচক হবেনা বলে হুঁসিয়ারী দিয়ে বলেছেন তার পরিনামও সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের মতোই হবে।

ব্যাপক অভিযোগে জানা গেছে, দীর্ঘ পনের বছর খাদ্য বিভাগে চাকরি করার ফলে খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন কো টি কোটি টাকা অবৈধ ইনকাম করেছেন।ক্রয় করেছেন নিজের নামে আত্নীয়স্বজনের নামে বিপুল পরিমান কৃষি জমি আর ময়ম নসিংহের নতুন বাজারের ব্যস্ততম এলাকায় তৈরী করেছেন বিশাল আলীশান ফ্ল্যাট। সাধারন মানুষ তাকিয়ে থাকেন আর বলেন- এ তো দেখা যায় আরেক বেনজীর !

খন্দকার মুনতাসির মামুনের অরিজিনাল বাড়ি নরসিংদী। কিন্তু আলীশান ফ্ল্যাট বানিয়েছে সে ময়মনসিংহে। এই জন্যেই সাধারণ ময়মনসিংহবাসী ঘৃণিতভরে উচ্চারণ করেন খন্দকার মুনতাসিরের ময়মনসিংহ প্রেম!

অভিযোগে জানা গেছে, মিলারদের কাছ থেকে পঁচা দূর্গন্ধময় চাউল কিনে গুদাম ভর্তে বাধ্য করেন আর প্রতি টনে ১২০০ টাকা কমিশন খেয়ে থাকে দুইটি খাদ্যগুদামের অধিকর্তা পূর্বধলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন। এখনও একই কায়দায় সে ফুলে ফেঁপেই উঠছে।

জানা গেছে, পূর্বধলাবাসী এখন আর খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুনকে পূর্বধলায় দেখতে চাননা। পূর্বধলাবাসী প্রত্যাশা করেন পরবর্তীতে কোন অঘটন ঘটার আগেই খন্দকার মুনতাসির মামুনকে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তার ঘুষ দূর্ণীতিগুলো যেনো সঠিক তদন্ত করে তার বিরুদ্ধ বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্হা অবিলম্বে গ্রহন করা হয় ।



Our Like Page