এম.এ আজিজ রাসেল
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে “৪র্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক কবির হোসেন, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।
এতে স্বাগত বক্তব্য দেন বিভীষণ কান্তি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পাল।
সভায় বক্তারা বলেন, “ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এই বাস্তবতা সামনে সরকারের নতুন লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার। ‘ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী’ অর্থাৎ সব কাজই হবে স্মার্ট।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এবার মেলায় বসেছে বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০টি স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শনিবার বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা পর্যায়ের এই মেলা শেষ হবে। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।