কাউনিয়া উপজেলা প্রতিনিধি-
রংপুরের কাউনিয়া উপজেলার বেইলিবীজ বাজারের একটি মার্কেটে শট সার্কিট থেকে আগুন লেগে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বেইলিব্রীজ বাজারের একটি মার্কেটের ১৩টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া যার।
ধারনা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।খতিগ্রস্থ দোকাগুলো হলো খতিগ্রস্থ,,,,ওষুধ ৪ টি,,ইলেকট্রনিক্স ২ টি,,,কীটনাশক ১ টি,,,ডাক্তারের চেম্বার ১ টি,,গালামাল ২ টি,,টেইলাস দোকান ১ টি ও গোডাউন ২ টি
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত রাত ১ টার দিকে বাজারে লোকসমাগম ছিল না। তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি। পরে বাজারের একজন রিক্সাচালকের প্রথমে নজরে এলে তারা আগুন দেখে হইচই শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছান তবে ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই বাজারের ১৩ দোকানের মালামাল পুড়ে ছাই হয়।
বাজারের পুড়ে যাওয়া মার্কেটের এই দোকানগুলোতে ব্যবসা করেই সংসার চালাত টেইলাস ব্যবসায়ী সোলেমান মিয়া সহ অন্যান্য ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের সংসার। কিন্তু দোকান ও দোকানে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।
কাউনিয়া ফায়ার সার্ভিস অফিসার ইনর্চাজ শাহিন আলম জানান খবর মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনা স্থলে এসে ২০ মিনিট অভিযান পরিচালনা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি, তবে ধারনা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।