লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে হাসিনা-সাহিদ মাধ্যমিক মডেল একাডে মির একটি টিনের ভবন রবিবার (৫ মে) সন্ধ্যায়উপজে লার গড়াডোবা ইউনিয়নের হাসিনা-সাহিদ মাধ্যমিক ম ডেল একাডেমির একটি টিনের ভবন ঝড়ে ভেঙে পড়ে ছে বলে জানা যায় স্থানীয় সূত্রে এতে করে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
সোমবার (৬ মে) সকাল ১০ ঘটিকায় জরুরী ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহীঅফিসার ইমদাদুল হক তালুকদার”
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পি আই ও কর্মকর্তা আজিজুর রহমান,গড়াডোবা ইউনিয়ন চেয়ারম্যান কাম রুজ্জামান খান সোহাগসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘরটি পুনঃ নির্মাণে ত্রানের টিন সহায়তা প্রদানে আশ্বস্ত করেছি এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ।