সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ সিনিয়র রিপোর্টার।
কুড়িগ্রামে আগামী বৃহাস্পতিবার থেকে তিনদিন ব্যা পী ইজতেমা সকল প্রস্তুতি সম্পন্ন।ফজরের নামা জের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ ইজতেমা ও মাহ ফিলের কার্যক্রম শুরু হবে।প্রতিবারের ন্যায় এবারও কুড়িগ্রামের ধরলা ব্রিজ পুর্বপাড়ের ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনের এ ইজ তেমা শুরু হবে।জানা গেছে, বৃহাস্পতিবার ২২শে ডিসেম্বর সকাল থেকে ২৪ডিসেম্বর শনিবার ফজ রের নামাজের মধ্য দিয়ে ইজতেমা কার্যক্রম শেষ হবে।
ইজতেমাকে ঘিরে জেলার ৯টি উপজেলার শতাধিক মুজাহিদ কমিটি সদস্যগণ সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এই ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ মৃসলিম সম্প্রদায়ের মানুষজন।জেলার বিভিন্ন প্রান্ত র থেকে ইজতেমা মাঠে আসা শুরু করেছেন। তা ছাড়া ইজতেমাকে ঘিরে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে রকমারি ব্যবসায়িগণ অস্থায়ী দোকান পাঠ খোলার জন্য ব্যস্ত সময় পার করছেন।
গত বছর করোনার কারণে মুসুল্লীদের উপস্থিতি কম থাকলেও এবারে লক্ষাধিক মুসুল্লির সমাগম হবে বলে জানিয়েছেন ইজতেমা এন্তেজিয়া কমিটি।
কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পা দক ও ইজতেমা এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব মহিউদ্দিন খান আলমগীর জানান,তিনদিন ব্যাপী মিনি ইজতেমায় মুজাহিদ কমিটির আমীর ও চর মোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম উপস্থিত থেকে বয়ান শেষ করবেন।
এ ছাড়াও দেশ বরেণ্য আলেম ওলামারা ইজতেমায় নছিয়ত পেশ করবেন। ইজতেমা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পেন্ডেল তৈরি করা সহ যাবতীয় প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন করা হয়েছে।কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মহম্মদ শাহরিয়ার বলেন,কুড়িগ্রামে তিনদিন ব্যাপী ইজতেমা মাহফিলে সামাজিক ও ধর্মীয় কুটুক্তি ছাড়া ওয়াজ মাহফিল যেন শেষ হয়।
কেননা আমরা ধর্মীয় ওয়াজ মাহফিল করার বাধা বা নিষেধ করতে পারিনা।
যাতে সুষ্ঠভাবে ইজতেমা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।