কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামে বিভিন্ন সময়ে দায়েরকৃত ১৩ টি মাদক মামলায় গত ডিসেম্বর-২২ মাসে ১৫ জনের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছেন বিজ্ঞ আদালত।জেলা পুলিশ তথ্য সুত্রে কুড়িগ্রাম সদর থানার ২০১ ৯ সালের মাদক মামলায় কুড়িগ্রাম সদরের মুন্সি পাড়া এলাকার মোঃ মমিনুর (৩৫)কে ১ বছর সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উলিপুর থানার ২০১৯ সালের মাদক মামলায় রাজা রহাটের বালাকান্দি গ্রামের হালিমাুর রহমান দিগন্ত (২৪)কে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।নাগেশ্বরী থানার ২০১৯ সালের মাদক মামলায় নাগেশ্বরী থানার গোবর্দ্ধনেরকুটি গ্রামের মোঃ উমর রশিদ (৩৫) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০১৯ সালের আরো এক মামলায় নাগেশ্বরী থানার বাগভাঙ্গা গুন্ডিচর গ্রামের মোঃ হামিদুল ইসলাম (২৮) কে ১ বছর সশ্রম কারাদন্ড ১’শ টাকা জরিমা না অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মাদক মামলায় নাগেশ্ব রী থানার সাতানীপাড়া গ্রামের মোঃ জাহিদুল ইসলা ম (৩৫) কে ১ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদ ন্ড প্রদান করেন।
রৌমারী থানার ২০১৯ সালের মাদক মামলায় রৌমা রীর থানার নতুন বন্দর এলাকার মোঃ আঃ মাবুদ (৩৫) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরি মানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২১ সালের মামলায় রৌমারী থানা র চাক্তাবাড়ী কান্দপাড়া গ্রামের মোঃ সুজন মিয়া (২৫) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরি মানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাজারহাট থানার ২০১৯ সালের মাদক মামলায় রাজারহাটের মল্লিকবেগ কুঠিপাড়া গ্রামের মোঃ দুলাল (৪০) ও মোঃ রফিকুল ইসলাম (৩০)কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২০ সালের মাদক মামলায় রাজারহাটের পান্থাপাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলাম (৪০) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভূরুঙ্গামারী থানার ২০১৮ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর শিংঝাড় এলাকার মোঃ লালচান মিয়া (১৯)কে ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৯ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর আরেয়া রকুটি গ্রামের মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০) কে ৬ মাস সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০২০ সালের মাদক মামলায় ভূরুঙ্গামারীর ছোট খাটামারী এলাকার মোঃ রুবেল হোসেন (২৫) ও মোঃ অন্তর মিয়া (২০)কে ১ বছর সশ্রম কারাদন্ড ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চিলমারী থানার ২০১৯ সালের মাদক মামলায় চিলমারীর মৌজা থানা শান্তিনগর গ্রামের মোঃ হাফিজুর রহমান (৩৬) কে ১ বছর সশ্রম কারাদন্ড ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কুড়িগ্রামের বিজ্ঞ আদালত।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফু জুল ইসলাম জানান, যেকোন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হচ্ছে। নিরাপদ কুড়িগ্রাম গড়তে কাজ করছে জেলা পুলিশ।