খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
এই সম্মেলেন উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তম ঞ ভূরুঙ্গামারীতে ৪ মার্চ শনিবার সকাল ১০ টারদি কে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসিবে জনা ব নুরুন্নবী চৌধুরী খোকন চেয়ারম্যান উপজেলা পরিষদ ভুরুঙ্গামারী। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহন করেন জনাব দীপক কুমার দেব শর্মা উপজে লা নির্বাহী অফিসার ভূরুঙ্গামারী,মুহাঃ নূর বখ্ত সমন্বয়ক জেলা সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম, হারুন অর রশিদ সম্মন্বয়ক জেলা সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম,সাইফুল ইসলাম সম্মন্বয়ক জেলা সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম।
প্রধান আলোচক ছিলেন :অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রাধান সম্মন্বয়ক জেলা সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম।আমন্ত্রণ অতিথি জনাব আব্দুল জলিল সরকার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভূরুঙ্গামারী সরকারী কলেজ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ বাবুল আক্তার আহ্বায়ক জেলা সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম।এর আয়োজনে ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা।