স্টাফ রিপোর্টার নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলা বলাই শিমুল ইউনিয়নের বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনয়ত্রিক ঘটনা ঘটেছে। ১০বছরের একটি ছেলেকে, ২৮বছরের একটি ছেলে,ক্লাস রোমে ঢুকে সেখান থেকে মারতে মারতে অফিস রোমে গিয়ে মেরে তার মাথা পাঠিয়ে দেয় এবং সারা সরিলে মারাত্মক জমক করে, পাঁচ জন সার মেডাম তাকে পিরাতে পাড়েনি,
তাকে পিরাতে গিয়ে স্যার মেডাম ও মার খেয়েছে, যে মেরেছে সে বেজগাঁও গ্রামের সবুজ মিয়ার ছেলে মনির মিয়া, সে আরও বলে যে পিরাতে আসবে তাঁকেই মেরে এই অবস্থা করবো,যাকে মেরেছে সে বেজগাওঁ গ্রামের রুকন মিয়ার ছেলে পিয়াস,বয়স ১০বছর।
সকল পেইজবুক বন্ধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অপরাধের জন্য তার কি শাস্তি হওয়ার দরকার আপনারা বলুন।