September 11, 2024, 7:40 pm
শিরোনামঃ
যুগ্মসচিবকে যে কারণে দুই ঘণ্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সরকারের সব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজো চলছে দখলের এক মহাউৎসব নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে রাজি মাদরাসার ছাত্ররা: ধর্ম উপদেষ্টা দুর্গাপূজা ৩২,৬৬৬ মণ্ডপে, নামাজের সময় বন্ধ থাকবে বাদ্যযন্ত্র’ তিতাসের এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর জঙ্গি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ : আইজিপি ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও পদত্যাগের দাবী শিক্ষার্থীদের ডিএমপির ডেমরা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোটালীপাড়ায় মামলার বাদিকে পিটিয়ে পা ভেঙ্গে দিলো আসামীরা

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামে র মুন্সী পাড়ায় আজগর শেখের ছেলে আলামিন শেখ (২৮ ) কে গত ২২/০৮/২০২৩ইং তারিখে ৭.৩০ মিনিটের সময় সুদি ব্যবসায়ী বখতিয়ার মু্ন্সী’র লোকজন কুপিয়ে মারত্নক ভাবে জখম করে। ঘটনার বিবরনে জানাযায়,আলামিন শে খের নিকট সুদের টাকা পেতো বখতিয়ার মুন্সী,পিতা: মৃত আঃ হাকিম মুন্সী,সাং হিরন মুন্সী পাড়া,কোটালীপাড়া গোপালগঞ্জ।

আলামিন শেখ সুদসহ পাওনা টাকা পরিশোধ করার পরও অতিরিক্ত আরো টাকা দাবি করে বখতিয়ার ‍মুন্সী। আলামি ন শেখ অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ব খতিয়ার মুন্সীর হুকুমে তার আপন সালক লিঙ্কন বিশ্বাস ও লিপু বিশ্বাস সহ আরো কয়েকজন সন্ত্রাসী আলামিন শেখ কে কুপিয়ে মারাত্নকভাবে জখম করে কোটালীপাড়া-টুঙ্গি পাড়া রোডে ফেলে রেখে যায়।উক্ত ঘটনায় আলআমিন এর মাতা পারভিন আক্তার (৪৫) বাদি হয়ে কোটালীপাড়া থানায় ঘটনার পরের দিন একটি মামলা দায়ের করেন।

মামলা নং ১০,তারিখঃ ২৪/০৮/২০২৩ইং ধারা ১৪৩/৩৪১ /৩২৩/৩২৪৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ (১) /১১৪ পেনাল কোড রজু করা হয়। ভিকটিমের মা বাদী পারভিন আক্তার থানায় মামলা করায় গত ১২/০৯/২০২৩ ইং তারিখে দিবা গত রাতে পুলিশ আসামীদের ধরতে আসে কিন্তু পুলিশ আ সার খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পুলিশ আসামী না পেয়ে চলে গেলে বখতিয়ার মুন্সী ক্ষিপ্ত হয়ে তার সালক লিঙ্কন বিশ্বাস (২৮) ও লিপু বিশ্বাস (২৪) উভয় পিং জলিল বিশ্বাস, সাং বর্ষাপাড়া, কোটালীপাড়া,

গোপালগঞ্জ সহ আরো ৫/৬ জন সন্ত্রাসী পারভীন আক্তারে র বসভিটায় গিয়ে মধ্যরাতে গালাগালি করতে থাকে এবং বলে তুই মামলা দিলি কেন ঘর থেকে বের হয়ে আয়,গালা গালি শুনে পারভিন আক্তার ও তার স্বামী আজগর শেখ ঘু ম থেকে উঠে ঘরের বাহিরে আসলে বখতিয়ার মুন্সীর হুকু মে তার সালক লিঙ্কন বিশ্বাস ও লিপু বিশ্বাসসহ আরোকয়ে কজন আসামী রামদা,শাবল,হাতুড়ি দিয়ে পিটিয়ে পারভীন আক্তারকে পিটিয়ে মারত্নক নিলাফুলা জখম করে। বখতি য়ার মুন্সী লোহার শাবল দিয়ে পিটিয়ে পারভিন আক্তারের দুই পা ভেঙ্গে ফেলে।

ভিকটিমের আত্নচিৎকারে বাড়ির লোকজন এগিয়েআসলে বখতিয়ার মুন্সী গালাগালি দিয়ে বলে তু্ই যদি আবারমামলা করতে থানায় যাইস তাহলে তোকে প্রাণে শেষ করে।ফেল বোভিকটিমের ছেলে আলামিন তখন চিকিৎসাধিনঅবস্থায় হাসপাতালে ছিলো।অতঃপর সকাল হলে বাড়ির লোকজন ভিকটিম পারভিন আক্তার ও তার স্বামী আজগর শেখকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায় ভিকটিমের পায়ের অবস্থা গুরুত্বর হওয়ায় ডাক্তার কোটালীপাড়া হাস পাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ করেন।

ভিকটিম পারভিন বেগম বাদি হয়ে পুনরায় ১৩/০৯/২০ ২৩ইং তারিখে মুন্সী বখতিয়ার ও তার সালকদের সহ অ জ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন মামলা নং ১২,ধারা ১৪৩/৪৪৭ /৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ (১)/১১৪।উক্ত মাম লায় বখতিয়ার মুন্সীর সালক লিংঙ্কন বিশ্বাসকে আটক কর তে পুলিশ সক্ষম হয়। এলাকার লোকজন বলেন বখতিয়ার মুন্সী এলাকায় চড়া দামে সুদি ব্যবসা করে এবং টাকাপয়সা দিয়ে সন্ত্রাসী বাহিনী পালে,তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধার ন মানুষদেরকে মারপিট করে।

সাধারন গরিব মানুষ ছোট বংশের মানুষদের জায়গা জমি ও পারিবারিক বিভিন্ন সমস্যা সৃষ্টি করে অবৈধভাবে জোর পূর্বক অর্থ আদায় করে থাকে। এলাকার মানুষ তার সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি। নাম প্রকাশে অনিচছুক এক ব্যক্তি এ প্রতিবেদককে জানান বখতিয়ার মুন্সী জঙ্গী নেতা মুফতি হান্নানের চাচাতো ভাই হওয়ায় এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

তিনি আরো বলেন,গত কয়েকমাস আগে হিরন গ্রামের কা মারবাড়ির গরিব অসহায় মনোহর কর্মকারের ছেলে রতন কর্মকার (৩৫) কে বখতিয়ার মুন্সী রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙ্গে ফেলে কিন্তু মনোহর কর্মকার হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় ভয়ে মামলা করতে সাহস পাননি এমনকি সঠিক বিচার পর্যন্ত পাননি। এলাকার ভুক্তোভুগীরা প্রশাস নের কাছে সুদ ব্যবসায়ী বখতিয়ার মুন্সীর হাত থেকে রক্ষা পেতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page