January 20, 2025, 11:44 am
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন: শেষ হচ্ছে প্রচারণা

Reporter Name

জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার।সুলতানা রাজিয়া সান্ধকবি কবি:

গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন: শেষ হচ্ছে প্রচারণা।উপজেলা উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ।রাত ১২টা থেকে গণ সংযোগ সহ সব ধরণের প্রচারণা থেকে বিরত থাকবেন প্রার্থীরা।জানা যায়,আগামী আগামী ৫ই মার্চ গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমি টির নির্বাচনী তফসীল ঘোষণা করবেন প্রিজাইডিং অফিসার এদিকে গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে বেশ জমে উঠেছে।

আগামীকাল রবিবার( ৫ই মার্চ) গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।এ নির্বাচনে ভোটা রদের সরাসরি ভোট প্রয়োগে সাধারণ অভিভাবক
মোট ০৬জন।তারা হলেন, অভিভাবক আহাম্মদ আলী(প্রতীক ০১)আজিজুল হক(প্রতীক-০২ )
আনারুল (প্রতীক-৩) (প্রতীক)ইমাম হোসেন (প্রতী ক-৪)রফিকুল ইসলাম (প্রতীক-৫)হায়দার আলী (প্রতীক-৬) প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৬ জনের মধ্য থেকে ভোটারদের রায়ে নির্বাচিত হবেন ৪জন।নির্বাচনে মোট ভোটার৬১০ জন।বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ বিনয় চন্দ্র জানান,বিদ্যালয়ের ঘোষিত তফসীল অনুযায়ী ম্যানেজিং কমিটি নির্বাচনে

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শিক্ষক মহিলা প্রতিনিধি ১জন,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ১জন,
দাতা সদস্য পুরুষ ১জনডাঃ বিনয় চন্দ্র বর্ম্মন,নির্বা চিত হয়েছেন।নির্বাচিত কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের শেষ তারিখ ছিল (১৪ ফেব্রয়ারি) মনোনয়ন যাচাই বাছাই (১৯ই ফেব্রয়ারি) প্রত্যাহার ২২ফেব্রয়ারি)এবং নির্বাচ ন ৫ই মার্চ পুনঃ তারিখ নির্ধারণ করেন।গোড়াই বহুমু খী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম জানান,নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্প ন্ন।নির্বাচনের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গন প্রায় প্রস্তুতি হয়েছে।

উৎসব মুখর ও নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সক ল প্রার্থী,তাদের সমর্থক এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে প্রিজাইডিং অফিসার মোঃ নুরে-ই আলম সিদ্দিকী উপজেলা একাডেমিক -সুপার ভাইজার ,সব রকমের সহযোগিতা করা হচ্ছে।ভোট উৎসবের প্রচার-প্রচারণা ঘনিয়ে আসা ভোটের শেষ পর্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশ ঐতিহ্যবাহী গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা প্রার্থী ও সকল অভিভাবকদের।



Our Like Page
Developed by: BD IT HOST