চাঁদপুরের চান্দ্রায় কুয়েত প্রবাসীর পুকুরে বিষ ছিটিয়ে মাছ নিধন
Reporter Name
Update Time :
সোমবার, মে ২৯, ২০২৩
/
194 Time View
/
Share
এস এম পারভেজঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম বাখরপুরে কুয়েত প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মান্নান গাজীর পুকুরে শত্রুতাবসত কে বা কাহারা বিষ ছিটিয়ে মাছ নিধন করে।
বিষ ছিটি প্রায় ৪ হাজার রুই, কাতল, মৃগেল সহ নানা প্রজাতির মাছ নিধন করে। এতে করে মান্নান গাজী’র পুকুরের মাছ নিধন করায় কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।
যে বা যাহারা এ ধরনের কর্মকান্ড পরিচালনা করেছেন তাদেরকে ছিন্নিত করে আইনের আওতায় এনে বিচারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন তিনি।