মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
কবি বিজয় সরকার ৩৭তম মত্যুবার্ষিকী আজ (৪ ডিসেম্বর) ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর পরলোকগমন করেন তিনি। বিজয় সরকারের মত্যুর পর অযত্ন অবহেলায় পড়ে আছে তার বসতভিটা। এক যুগ (১২ বছর আগে তার বসতভিটায় ছোট পরিসরে ‘বিজয় মঞ্চ’ নির্মিত হলও তার স্মৃতিধন্য তেমন কিছুই নাই এখানে।নাই টিউবওয়েল ও টয়লেট ব্যবস্থাও। দেখভার করার কেউ থাকার অযত্ন অবস্থায় রয়েছে বিজয় সরকারর বসতভিটাসহ বিজয় মঞ্চ।
নড়াইল সদর উপজলার নিভৃতপল্লী দুমধি গ্রামে ১৯০৩ সালের ২০ [ফব্রুয়ারি জন্মগ্রহণ করেন গানর পাখি, সুরের পাখি কবিয়াল বিজয় সরকার প্রকৃত নাম বিজয় অধিকার সুর ও সঙ্গীতের জন্য ‘সরকার’ উপাধি লাভ কারন তিনি ।মুক্তিযুদ্ধের গানসহ ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। শিল্পকলার অবদানের স্বীকৃতিলোপ ২০১৩ শরণার একুশ পদক ভূষিত হন বিজয় সরকার। শিল্পীর মৃত্যুর ৩৭ বছরেও এখানে গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। অযত্নে অবহেলায় পড়ে আছ তার বসতভিটা।
নড়াইল তথা দেশও বিদেশে বিজয় সরকারের গান আজও তুমুল জনপ্রিয় হলেও সরকারি ভাবে সেই সব গান সংরক্ষণের তেমন কোনো উদ্যাগ দেখা যায়নি। বিজয় ভক্তদর দাবি, গণমাধ্যমসহ বিভিন্ন ভাবে বিজয় সরকারের গানের কথা তুলে ধরা হাক। [তরি করা হোক গানের স্বরলিপিসহ বিজয় সরকারর জীবনীভিত্তিক বই।
বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।