প্রথম বাংলা-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের বিভেদ শিবিরের কারণে তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (৪ জানুয়ারি) একটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে এ কথা বলেন তিনি।
নাছির বলেন,‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের ছাত্রশিবির ছাত্রদ লের নামে প্রোপাগান্ডা (অপপ্রচার) করছে। এই যে সাধারণ শি ক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ছাত্রশিবির ছাত্রদলের নামে অপ প্রচার করছে, এতে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে।
আমরা মনে করছি বাংলাদেশের কোনো সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে দ্বিমত পোষণ করে না। তারা এ কার্যক্রমগুলোকে ইতিবাচকভাবে দেখছে। কিন্তু শিবিরের অপপ্রচারের কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের বিভেদ তৈরি হচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত সাড়ে ১৬ বছর ধরে প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতে গিয়ে ছাত্রদল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গত সাড়ে ১৬ বছরে বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে ছাত্রদল।’
তিনি আরও বলেন‘৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি একটি ছাত্রসংগঠন যারা গত সাড়ে ১৫ বছরে গোপন তৎপরতা চালিয়ে রাজনীতি করে এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে সবকিছু স্বাভাবিক হওয়ার পর তারা আত্মপ্রকাশ করেছে। আমরা সেটিকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা যেটি দেখছি বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছে।
এই যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ছাত্রশিবির ছাত্রদলের নামে অপপ্রচার করছে, এতে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে।’
ছাত্রদলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে সাধারণ শিক্ষা র্থীরা দ্বিমত পোষণ করেন না জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মনে করছি বাংলাদেশের কোনো সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে দ্বিমত পোষণ করে না। তারা ছাত্রদলের কার্যক্রমগুলোকে ইতিবাচকভাবে দেখছে। কিন্তু শিবিরের অপপ্রচারের কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে।’
তিনি আরও বলেন,‘ছাত্রলীগের যে-সব সন্ত্রাসীরা সাধারণশিক্ষা র্থীদের শিবির ব্লেম দিয়ে দিয়ে বিভিন্ন ক্যাম্পাস থেকে বা আবা সিক হলগুলো থেকে নির্যাতন করে বের করে দিয়েছে পরবর্তী সময়ে সেইসব শিক্ষার্থীদের ওপর আমরা জরিপ করে দেখেছি তারা কেউ শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। বরং আমরা দেখেছি যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষা র্থীদের শিবির বলে বের করে দিয়েছে,৫ আগস্ট পরবর্তী সময়ে তারা শিবির বলে আত্মপ্রকাশ করেছে।
এমনকি এখন আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ বামপন্থি ছাত্রসংগঠনগুলো সম্পর্কে শিবির বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। এতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের বিভেদ তৈরি হচ্ছে। আমরা এটিকে ঘৃণাভরে প্রত্যাখান করছি।’
শিবিরকে তাদের কার্যক্রম প্রকাশ্যে চালানোর আহ্বান জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতা বলেন,‘শিবিরের প্রত্যেকটি কার্য ক্রম তাদের নিজস্ব ব্যানারে হওয়া উচিত। সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হয় এমন কাজ শিবিরের করা উচিত না।আমরা ময়মন সিংহ মেডিকেল কলেজ দেখেছি সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থী দের বিভেদ তৈরি করেছে।