ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনি য়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী শনিবার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রে জানা যায়,উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগ ড়াখানা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাহ জালাল মিঠু (২৬)একই গ্রামের এক নারীকে দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও মোবাইল ফোনে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন।
ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানালে তিনি শাহ জালাল মিঠুকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ঐ নারীর স্বামী কে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন,অভিযুক্ত শাহ জালাল মিঠুর বাবা শুক্রবার(১০ ফেব্রুয়ারী) নলছিটি থানায় উপ স্থিত হয়ে তার ছেলের পক্ষে একটি মুচলেকা দিয়ে ছেন। ভবিষ্যতে তার ছেলে এ ধরনের কোন কাজে জড়াবে না যদি এ ধরনের অপকর্মে জরিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের এক নেতা জানান,তার স্বভাব চরিত্র আগে থেকেই একটু খারাপ আমরা এ বিষয়ে অবগত আছি। এ ব্যাপারে অভিযুক্ত শাহ জালাল মিঠু তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।