রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বালাদেশ হবে নিশ্চিত” প্রতিপাদ্যকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭দিন ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ শেষ হয়েছে।১৩ জুন ( মঙ্গলবার ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল,৭ দিন ব্যাপী এ পুষ্টি সেবা সপ্তাহ ২০২৩ এর সমাপ্তি ঘোষণা করেন।
এ উপলক্ষে সমাপণী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রধান অতিথির উপস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহনকৃত কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন স্তরে পুরুস্কার বিতরন করা হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুল হাসানেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো. কামরুল হাসান, জাজিরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রোমান বাদশা, ডাঃ কবির আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাগাণ, এনজিও প্রতিনিধি, উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুল হাসান খাদ্যের সুষম পুষ্টিগুণ, স্বাস্থ্যের জন্য পরিমিত ক্যালরি গ্রহণ, গর্ভবতী মা ও নবজাতকের জন্য পুষ্টি ও পরিচর্যা সহ সকলের কাছে পুষ্টির বার্তা পৌঁছানোর বিভিন্ন কৌশল ও স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিষয়ক আলোচনা করেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা।