আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে তালুকদার এইড ফাউন্ডে শন’র পক্ষ থেকে যুব সমাজকে নামাজ আদায়ে উৎসাহ দিতে টানা ৪১দিন জামাতের সহিত নামাজ আদায়ের জন্য মিন্টু তালুকদার নামের এক যুব ককে একটি বাইসাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার হাড়ি খালি গ্রামে গন্যমান্য ব্যক্তিবর্গ,মসজিদের মুসল্লীগন ও তালুকদার এইড ফাউন্ডেশনের কর্তাদের উপস্থি তে এ পুরস্কার দেওয়া হয়।
স্থানিয় মুসুল্লি মিন্টু তালুকদার এতে সন্তোষ প্রকাশ করেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।