July 10, 2025, 9:17 pm
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জালিয়াতির খপ্পরে অসহায় পরিবার

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলিমুদ্দিন মাদবরের কান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রব দেওয়ান (৭০) নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত জালিয়াত এর খপ্পরে ভুগছেন।২০০৬সালে আপন চাচাতো বোন নাসরিন আক্তার (৪৭)পিতা মৃত মোন্তাজউদ্দিন দেওয়ান এর ওয়ারিশ কৃত ১৪ শতাংশ ভূমি ক্রয় করেন আব্দুর রব দেওয়ান,

উক্ত ভূমির তৎকালীন বাজার মূল্য ৪৯০০০/- হাজার টাকা নির্ধারণ করা হয়, স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আব্দুর রব দেওয়ান নাসরিন আক্তার কে ভূমির নির্ধারিত সম্পূর্ণ টাকা পরিশোধ করেন।সেই থেকে নাসরিন আক্তার আব্দুর রব দেওয়ানকে পরবর্তীতে ভূমি দলিল করিয়া দিবেন বলি য়া স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আব্দুর রব দেওয়ানকে উক্ত ভূমি ভোগ দখল বুঝাইয়া দেন, পরবর্তীতে ভুক্তভোগী আব্দুর রব দেওয়ান নাসরিন আক্তার কে ভূমি দলিল করি য়া দিতে বলিলে আজ-কাল বলিয়া কালক্ষেপণ করিতে থা কেন,অতঃপর ২০১৪ সালে এলাকার রাজনৈতিক কোন্দ লের সুযোগ ব্যবহার করে নাসরিন আক্তার বিভিন্নভাবে না নান তালবাহানা শুরু করেন, এবং উক্ত ভূমি বিক্রয় করেন নি বলে বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। সেই থেকে নাসরিন আক্তার ও তার স্বামী সেকান্দার খলিফা ও ভাসুর আবু খলিফা।

আব্দুর রব দেওয়ানকে তার উক্ত ক্রয়কৃত ভূমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা শুরু করেন,বিভিন্নভাবে গাছপালা কেটে নেন এবং হুমকি ধামকি প্রদান করেন,এ বিষয়ে নাসরিন আক্তারের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযো গের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি, সারোজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায় আমরা এলাকার সকলেই উক্ত জমি ক্রয় বিক্রয়ের বিষয়টি জানি কিন্তু নাসরিন আক্তার টাকা নোয়ার বিষয়টি স্বীকার করে বলেন আমি জমি বিক্রয় নয় খাজনায় দিয়েছি।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেলে বরাবর আব্দুর রব দেওয়ান একটি লিখিত অভিযোগ করেন, নড়িয়া সার্কেল এসপি রাসেল মনির জানান অভিযোগের ভিত্তিতে বিবাদীদের তলব করলে তারা উপস্থিত হননি, পুনরায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST