প্রথম বাংলা – সারাদেশে সরকারি ভাবে চলছে বোরো ধান ও চাউল সংগ্রহ। খাদ্য মন্ত্রণালয় এর নীতিমালা না মেনে ঢাকা বিভাগের বেশ কয়েকটি সরকারি খাদ্য গুদামে নিম্ন মানের ধান ও চাউল ত্রয় করা হচ্ছে।
টন প্রতি চাউল সংগ্রহে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি দুই হাজার টাকা করে উৎকোচ নিয়ে নিম্ন মানের চাউল ত্রয় করছে।
অনুসন্ধানে জানা যায় টাংগাইল জেলার কালিহাতি, সখিপুর, গোপালপুর, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর বকশিগঞ্জ শেরপুর জেলার ঝিনাইগাতি নেত্রকোনা জেলার পুর্বধলা সরকারি খাদ্য গুদামে এলএসডিতে নিম্ন মানের চাউল ত্রয় করা হচ্ছে।
লোকমুখে শূনা যায় কালিহাতি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি আরিফ রব্বানী ৩০ লক্ষ টাকা খরচ করে পোস্টিং নিয়ে যোগদান করে গুদামের ভালো মানের চাউল বিক্রি করে নিম্ন মানের চাউল স্টক করে।
নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পরে।
চলতি বোরো সংগ্রহ মৌসুমে দুই হাজার টন নিম্ন মানের বোরো চাউল ত্রয় করে। যা কৌশলে গুদামের বিভিন্ন খামালে মজুদ করে। আর তিনি ১৮ লক্ষ টাকা ঘুষ বাণিজ্যে করেছে খাদ্য অধিদপ্তর, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ ও টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রণ নাম ভাঙ্গিয়ে।
এ ব্যাপারে মতামত জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি আরিফ রব্বানী কে বার, বার ফোন দিলে রিসিভ করেনি হোয়াইট অ্যাপস এ বার্তা পাঠালে কোন মতামত দেননি।
উল্লেখিত খাদ্য গুদাম গুলোতে সুষ্ঠু তদন্ত করলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।