ডিসি ফুডের তত্বাবধানে,নেত্রকোনা জেলা খাদ্য বিভাগে অনিয়ম ও দুর্নীতি হুমায়ুন বিরুদ্ধে
Reporter Name
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
/
152 Time View
/
Share
স্টাফ রিপোর্টার – নেত্রকোনা জেলা খাদ্য বিভাগে অনিয়ম ও দুর্নীতির চরম আকার ধারণ করেছে।জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোয়েতাছুর রহমান হুমায়ুন যোগদান করার পর থেকে তিনি অলিখিত ভাবে জেলার সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি) দের ঘুষের রেট বেদে দেয়।
তাকে মাসে কত টাকা দিতে হবে। জানা যায় চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ মৌসুমে জেলার সদর, বারহাট্টা, পুর্বধলা, মোহনগঞ্জ, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া উপজেলা খাদ্য গুদামে নিম্ন মানের পুরাতন চাউল সংগ্রহ করা হয়তো। আর জেলা খাদ্য নিয়ন্ত্রণ মোয়েতাছুর রহমান হুমায়ুন কামিয়ে নিয়েছে লাখ, লাখ টাকা। বিভিন্ন রাইছ মিলে ধান, ও গম ভাঙ্গানো ও পরিবহন বিল পরিশোধ অনিয়মের আশ্রয় নিয়ে সরকারি বরাদ্দ কৃত অর্থ তসরুপের ঘটনা ঘটেছে। যাহা খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের টিম কর্তৃক তদন্ত করলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।
একটি সুত্রে জানা যায় তিনি নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ পদে পোস্টিং নিয়েছে ৩০ লক্ষ টাকা খরচ করে।
এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের একজন উর্দ্ধতন কর্মকর্তার সাথে টেলিফোনে কথা হলে তিনি বলেন আমরা বদলি কিংবা পোস্টিং এ কোন টাকা নেয় না। তাহলে এ টাকা দিয়ে কার পকেটে।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ মোয়েতাছুর রহমান হুমায়ুন এর মতামত জানতে মোবাইল ফোনে কথা হলে তিনি কোন কিছু না বলে ফোন রেখে দেন।