প্রথম বাংলা – বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলক্ষে “ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা” শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্দোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য এ্যাড. কামরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপির সভাপতিত্বে এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ এনামুল রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, কাজী শওকত হোসেন শাহীন, আলী আহসান শিকদার খোকন, মাসুদ চৌধুরী, মিজানুর রহমান মিজান,
যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সিরাজ উদ্দীন সিরাজ, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিমসহ প্রমুখ।