প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ১৮-৫- ২০২৩ তারিখে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী,নরসিংদীতে লোকাল কনসালটেন্ট নিয়োগের দরপত্রের বিল প্রদানে অনিয়ম এবং ফ্যাক্টরীতে কনসালটেন্ট উপস্থিত থাকার ভুয়া বিল তৈরী করে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়,গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে টেকনিকাল শাখার জেনারেল ম্যানেজারের সাথে আলোচনা করা হয়।তবে প্রকল্প পরিচালক মহোদয় উপস্থিত না থাকায় এবং অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র বিসিআইসি ভবন, মতিঝিলের প্রকল্প শাখায় সংরক্ষিত থাকায় সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক,বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়াঘাট,দিনাজপুর এর বিরুদ্ধে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত, রুটিন মেইনটেইন্স,অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থের ভুয়া বিল ভাউচার সৃজন করে আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুদক,জেলা কার্যালয়,দিনাজপুর হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
এনফোর্সমেন্ট টিম বিদ্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও কার্যক্রম পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের বেশকিছু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।