মানব অধীকার রিপোর্টার তুহিন দেওয়ান ? ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সীমানার মেঘনার পাড় এলাকায় ইসহাক মোর মাছ ঘাটে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য জাটকা ইলিশ বিক্রি করছে জেলেরা ও আড়তদার। রবিবার বিকাল ৫ টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। এঘাটে হাঁকডাক দিয়ে প্রকাশ্য মাছ বিক্রি হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ঘাটে চলছে প্রকাশ্য মাছ বিক্রি এঘাটে অভিযানের চিত্র তেমন দেখা যায়নি। তবে এঘাটে রয়েছে প্রায় ১ শত ইঞ্জিন চালিত পাখি ট্রলার। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দ্রুত গতি ট্রলার গুলো দিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করছে এ ঘাটের জেলেরা।
জেলেদের দ্রুতগতির ট্রলার থাকায় তাদেরকে ধরতে পারছে না প্রশাসন। তবে এ ধরনের দ্রুতগতি ট্রলার ধরতে হলে প্রশাসনের প্রয়োজন স্পিড বোর্ড। বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ি ও মৎস্য বিভাগের নেই নিজেস্ব কোন নৌযান ও স্পিড বোর্ড ট্রলার ভাড়া করে চলে তাদের অভিযান। অভিযান সফল করতে প্রশাসনের প্রয়োজন স্পিড বোর্ড,ওই ঘাটের জেলেরা জানান,সমিতির কিস্তি থাকায় নিষে ধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় মাছ শিকার করতে হচ্ছে। সেই সাথে জেলেদের বরাদ্দকৃত চাল এখনো পায়নি তারা।
অন্যদিকে সচেতন মহল জানান, ওই ঘাটে প্রকাশ্য মাছ বিক্রির খবর ভোলা জেলা মৎস্য কর্মকর্তার নজরে আসলে কেউই ছার পাবে না। তবে সরকারে র নির্দেশ পালনে জেলা মৎস্য কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশংসা করেন তারা। ভোলা জেলা মৎস্য কর্ম কর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান,মেঘনায় অভিযান চলমান রয়েছে তবে ওই ঘাটে অভিযান করা হবে।