মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে সড়কে ঝরে গেল এক তাজা প্রাণ আজ মঙ্গলবার রাত ৮ বেজে ৩০ মিনিটে নড়াইল নোয়াপাড়া সড়কের নল্দীর চর নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনা সূত্রে জানাযায় মেহেদী হাসান রনি নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুকের মেঝো ভাই মৃত আসলাম ফকিরের বড় ছেলে।
রনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতো আজ অফিস থেকে ছুটি নিয়ে নিজের মোটরসা ইকেলে করে বাড়ির উদ্দেশ্য রওনা হলে নড়াইল নোয়াপাড়া সড়কের নল্দীর চর নামক স্থানে আসলে অপর দিক থেকে ছুটে আসা ট্রাক এসে রনিকে ধাক্কা দেয় এতে রনি গুরুত্বর অহত হয় স্থানীয় লোকজন রনিকে নড়াইল সদর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।