নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে বহুল আলোচিত ও পাঠক প্রিয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১৬তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ই জানোয়ারি) রাত ৮টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ক্যাফে এফএনএফ’এ বর্ষপূর্তির কেককর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সময়ের কাগজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো, এমদাদুল হক এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মো, নাজির হোসেন।
জাতীয় অনলাইন প্রেসক্লাব নন্দীগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি তানসেন আলী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সুমন সরকার (বুদু), আব্দুল আহাদ, মিজানুর রহমান, আব্দুল গফুর, শাহীন আলম সাজু, শফিউল আলম, মিজানুর রহমান মুকুল, হিরো রাসেল, হাফসা খাতুন, সময়ের কাগজ পত্রিকার গাবতলী উপজেলা প্রতিনিধি বিপ্লব রহমান, শেরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মোমিন প্রমূখ।