মো আব্দুল্লাহ আল আনন্দ ক্রিয়া রিপোর্টার
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবা রের আসরের প্রস্তুতি। ইতি মধ্যে দল গুলো গুছিয়ে নিয়েছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। অনুশী লন করছে সব দল। বিপিএলের এবারের আসরের জন্য টিকিট মূল্য নিধান করেছে বাংলাদেশ ক্রিকেট বোড – বিসিবি। আজ ৪ই জানুয়ারি থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট।
ম্যাচের দিন এবং ম্যাচের আগেরদিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন টিকিট বুথ থেকে নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়াও দারাজ অ্যাপে সংগ্রহ করা যাবে এবারের বিপিএল টিকিট।
বিপিএলের ঢাকা পর্বের টিকিটের মূল্যতালিকাঃ-
গ্র্যান্ড স্ট্যান্ড – ১৫০০ টাকা ভিআইপি স্ট্যান্ড – ১০০০ টাকা ক্লাব হাউজ – ৫০০ টাকা নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ড – ৩০০ টাকা ইস্টার্ন স্ট্যান্ড – ২০০ টাকা। ৬জাননুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।