মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
শনিবার নড়াইল জেলা পলিশ ও নড়াইল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী নড়াইল সদর থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত
জেলার প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান
জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা সাদিরা খাতুনের সভাপতিত্বে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা,
অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, কমিউনিটি পুলিশিং এর জেলা সভাপতি ও চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজামান, সংসদ সদস্য মাশরাফির পিতার সমাজসেবক গোলাম মোতুর্জা স্বপন, কমিউনিটি পুলিশিং এর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, গ্রাম পুলিশের সদস্যগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।