প্রথম বাংলা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ১৮৫৬৬ টি ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।
মঙ্গলবার ১১জুন গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত থেকে তিনি কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর ৫ম পর্যায়ে ২য় ধাপে এ পর্যায়ে ময়মন সিংহ সদরে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ২শতক জমিসহ জমির কাগজপত্র বুঝিয়ে দেন।
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে সদর উপজেলার হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড আসাদুজ্জান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনতাজ উদ্দিন মন্তা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,, জনস্বাস্থ্য প্রকৌশলী হারাধন চন্দ্র দে সহ জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমি ও ঘরের কাগজপত্র হস্তান্তর করেন।