June 23, 2025, 2:58 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রবাসীর স্ত্রী’কে লাঞ্চিত করে,দোকান ঘর জবরদখল করার চেষ্টাঃ

Reporter Name

মোঃ মোশারেফ হোসেন নিজস্ব প্রতিবেদন 

“””””””””””””””””””””””””””””””‘””'”‘”””””””””””
✔️সেনবাগ উপজেলা,৩ নং ডমুরুয়া ইউনিয়ন,গাজীর হাট বাজারের পশ্চিম মাথায় ফেনী- কানকিরহাট রো ডের দক্ষি ণ পাশ্বে দীর্ঘ ২৪ বছর জেলা পরিষদ থেকে লিজ এনে দো কান ঘর নির্মাণ করে,ভাড়া বাবদ ভাড়া টিয়া থেকে ভাড়াও উত্তোলন করছেন,৯নং ওয়ার্ড,বাবু পুর শ্রীপুর (বেপারি বাড়ী’র) জার্মান প্রবাসী সামশেদ আলম শেখ ছোটন।

✔️গত ২৭শে মে সকাল ৮টার সময় একই বাড়ীর প্রবাসী ছোটনের চাচাতো ভাই শাখাওয়াত হোসেন লিটন তার সহদর ভাই সহ ৭/৮ জন লোক,ভাড়াটিয়ার অনুপস্থিতে হঠাৎ দোকানের উপরের টিন খুলে পেলে, এই খবর পেয়ে জার্মান প্রবাসী শেখ ছোটনের সহধর্মি ণী৷ হাসনা আলম (জার্মান প্রবাসী) দ্রুত দোকান ঘরের সামনে আসলে লিটন সহ তাকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।পরবর্তীতে তার আত্ম চিৎকার শুনে লোক জন ও ভাড়াটিয়াগন আসলে তারা ঐ স্থান ত্যাগ করে চলে যায়।

✔️গণমাধ্যম কর্মীরা সরজমিনে গিয়ে ভাড়াটিয়ার সাথে কথা বলে ঘটনার সত্যতা পায় এবং উপরের টিন খুলে পেলায় বৃষ্টির পানিতে দোকানের অনেক মালা মাল ক্ষতি সাধিত হয় বলে জানান। এবং প্রবাসী শেখ ছোটনের সহধর্মিণী,(তিনিও জার্মানে থাকেন চার মাসের জন্য বাড়ীতে আসছেন) হাসনা আলম এবং শেখ ছেটনের বড় ভাই খোরশেদ আলন (সাবেক মেম্বার) এর সাথে সরাসরি উক্ত ঘটনা নিয়ে কথা বলি (তা নিম্নে ভিডিও তে আছে)

✔️অপরদিকে,শাখাওয়াত হোসেন লিটনের সাথে মুঠো ফোনে কথা বললে উনি এইসব অভিযোগ মিথ্যা বলে আমাদের কে জানান।

এই বিষয়ে প্রবাসী হাসনা আলম সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং থানায় যোগাযোগ করলে অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী সাহেব বলেন আমরা বিষয়টি তদন্ত স্বাপে ক্ষে আাইনগত ব্যবস্থা নিবো।



Our Like Page
Developed by: BD IT HOST