বড়ুয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আওলাদ হোসেন আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না হি রাজিউন
Reporter Name
Update Time :
বুধবার, মে ১৭, ২০২৩
/
375 Time View
/
Share
(কাউনিয়া উপজেলা প্রতিনিধি)-
কাউনিয়ার উপজেরর বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দূর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও৷ উপজেলার বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিহ্মক শাহ্ আওলাদ হোসেন (৬০) আর নেই (ইন্নালিল্লাহি—রাজেউন) তিনি মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
গতকাল মঙ্গলবার তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুধবার তার হাতে গড়া প্রিয় কর্মস্থল বড়ুয়াহাট হাট উচ্চ বিদ্যালয় মাঠে ২টা ৩০ মিনিটে ১ম ও মিঞা পাড়া জামে মসজিদ মাঠে ৩টা ৩০ মিনিটে ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামজে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক প্রতিনিধি,সুধিজন,ছাত্রছাত্রসহ এলাকার শাতশত মানুষ অংশ গ্রহন করেন জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে স্ত্রী,৩ পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসং খ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুত প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল সহ শিক্ষক সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।