আবুল হাশেম স্টাফ রিপোর্টারঃ
২০২২ সাল বিদায়ের মূহুর্তে রাজশাহীর বাঘা উপ জেলায় একই পরিবারের ৩ সন্তান নিজ নিজ ক্লাসে ১ম স্থান অধিকার করে এলাকায় সাড়া ফেলেছে। জানা গেছে, বাঘার আশরাফ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে ১ম হয়েছে সাবিহা তাবাসসুম মিনি, একই বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে ১ম হয়েছে সাদমান সরকার সোহান এবং খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে ১ম হয়েছে সাকিন সরকার।
তারা বাঘার স্বনামধন্য “মামনি শিল্পী গোষ্ঠী ” র প্রয়াত কর্নধার আব্দুস সিদ্দিক সরকার (টাইগার) ও তাহমিনা বেগম এর নাতী নাতনি। এছাড়া তারা নিজ নিজ স্কুল ও ক্লাসে ২০২২ সালের সেরা আদর্শ ছাত্র ছাত্রী হিসাবে পুরস্কৃত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাবা মা সহ পরিবারের সবাই কে ধন্যবাদ জানিয়েছেন।