July 11, 2025, 2:45 pm
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বার্মা কলোনিতে চারতালা ভবনের ওয়াল ভেঙ্গে পড়ে অসহায় পরিবার চরম ক্ষতিগ্রস্ত

Reporter Name

নিজস্ব প্রতিনিধি – বার্মা কলোনিতে চারতালা ভব নের ওয়াল ভেঙ্গে পড়ে অসহায় পরিবার চরম ক্ষতি গ্রস্ত।গত ৩০ শে নভেম্বর রাত আনুমানিক ১ঃটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনির নুর জাহানের বাড়ির উপর, পাশের, মোঃ কবিরের চার তালা ভবন এর চতুর্থ তালা থেকে ওয়াল ভেঙ্গে পড়ে,তখন রাত আনুমানিক ১ঃটা বাজে, অভিযোগ

কারী নুরজাহান বেগম জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকাকে জানান যে আমি আমার নাতি-নাতনী নিয়ে এই ঘরে বসবাস করি,আমার স্বামী গত হয়েছে অনেকদিন,ঐ দিন রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই,তখন দেখি আমার ঘরের এক রুমের উপর পাশের বিল্ডিং এর চার তলার উপর থেকে ওয়াল ভেঙ্গে পড়ে আমার ঘরের শোকেস আলমারি বিভিন্ন দামী জিনিসপত্র নষ্ট হয়ে যায়,

তখন আমি 999 নাম্বারে ফোন দিলে অনেকক্ষণ পরে বায়েজিদ থানা থেকে এ,এস,আই জাহাঙ্গীর ঘটনাস্থলে আসেন এবং দেখেন আফসোস করেন অলৌকিকভাবে আপনারা বেঁচে গিয়েছেন,কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এরপর অদ্যবতী পর্যন্ত থানা থেকে আমরা কোন সহযোগিতা পাইনি। কারণ আমরা জানতে পারি মোঃ কবির থানার সোর্স হিসেবে কাজ করেন এবং এই বার্মা কলোনির অস হায় গরিব-দুঃখীদের থানার ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করেন। তিনি আরো বলেন ভাগ্য ভালো যে ওই সময় আমার পরিবারের কোন লোক জন রুমে ছিল না। তাই আমরা মরতে মরতে বেঁচে যাই।

তিনি আরো অভিযোগ করেন,আমরা রিফুজি সর কার বাহাদুর আমাদেরকে এই জায়গা গুলি বরাদ্দ দিয়েছেন,এবং আমাদের জমির কাগজে স্পষ্ট লেখা আছে যে কোন বহু তল ভবন করা যাবে না,অথচ কবির হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনকে হাত করিয়ে,সরকারের আইন অমান্য করে বহু তল ভবন তৈরি করেছে,সি,ডি,আইয়ের প্ল্যান ছাড়া কোন প্রকার পাইলিং ছাড়া,যাহা ঝুঁকিপূর্ণ,যেকোনো মুহূর্তে পুরো ভবন ভেঙ্গে পরতে পারে। এছাড়া উপস্থিত আশেপাশের ঘরের লোকজন,যেমন আয়েশা বিবি টুটু, ফাতেমা বেগম,সীমা বেগম,মিনু বেগম,সবুরা বিবি, লাকি আক্তার,এ সকল লোকজন অভিযোগ করেছেন।

যে তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন,কারণ আজকে ওয়াল ভেঙ্গে একটি পরিবারের ঘরের উপ র পড়েছে,যে কোন মুহূর্তে পুরো ভুবন ভেঙ্গে আমা দের সবার ঘরের উপর পড়লে আমাদের বাঁচার কোন উপায় থাকবে না। তাই সরকার ও প্রশাসনের দৃষ্টি আমাদের আকুল আবেদন এই ভবনটি ভেঙ্গে ফেলে দেওয়ার জন্য অন্যথায় তারা মানববন্ধনের হুঁশিয়ারি দিয়েছে,

এ বিষয়ে মুঠোফোনে ভবনের মালিক কবির থেকে জানতে চাইলে,তিনি বলেন এখানে সামান্য ওয়াল ভেঙ্গে পড়েছে তেমন কিছু হয়নি,আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। এই বিষয়ে বার্মা কলোনির কমিটির সাধা রণ সম্পাদক এর কাছে জানতে চাইলে,তিনি বলেন ঘটনাটি সত্যি দুঃখজনক চারতলা ভবন থেকে ওয়া ল ভেঙ্গে পড়েছে তবে কোন মানুষ মারা যায়নি,আম রা বলেছি ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য,এবং রিফুজির জায়গার উপরে বহুতল ভবন কোনমতেই করা যাবে না।



Our Like Page
Developed by: BD IT HOST