নিজস্ব প্রতিনিধি – বার্মা কলোনিতে চারতালা ভব নের ওয়াল ভেঙ্গে পড়ে অসহায় পরিবার চরম ক্ষতি গ্রস্ত।গত ৩০ শে নভেম্বর রাত আনুমানিক ১ঃটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনির নুর জাহানের বাড়ির উপর, পাশের, মোঃ কবিরের চার তালা ভবন এর চতুর্থ তালা থেকে ওয়াল ভেঙ্গে পড়ে,তখন রাত আনুমানিক ১ঃটা বাজে, অভিযোগ
কারী নুরজাহান বেগম জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকাকে জানান যে আমি আমার নাতি-নাতনী নিয়ে এই ঘরে বসবাস করি,আমার স্বামী গত হয়েছে অনেকদিন,ঐ দিন রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই,তখন দেখি আমার ঘরের এক রুমের উপর পাশের বিল্ডিং এর চার তলার উপর থেকে ওয়াল ভেঙ্গে পড়ে আমার ঘরের শোকেস আলমারি বিভিন্ন দামী জিনিসপত্র নষ্ট হয়ে যায়,
তখন আমি 999 নাম্বারে ফোন দিলে অনেকক্ষণ পরে বায়েজিদ থানা থেকে এ,এস,আই জাহাঙ্গীর ঘটনাস্থলে আসেন এবং দেখেন আফসোস করেন অলৌকিকভাবে আপনারা বেঁচে গিয়েছেন,কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এরপর অদ্যবতী পর্যন্ত থানা থেকে আমরা কোন সহযোগিতা পাইনি। কারণ আমরা জানতে পারি মোঃ কবির থানার সোর্স হিসেবে কাজ করেন এবং এই বার্মা কলোনির অস হায় গরিব-দুঃখীদের থানার ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করেন। তিনি আরো বলেন ভাগ্য ভালো যে ওই সময় আমার পরিবারের কোন লোক জন রুমে ছিল না। তাই আমরা মরতে মরতে বেঁচে যাই।
তিনি আরো অভিযোগ করেন,আমরা রিফুজি সর কার বাহাদুর আমাদেরকে এই জায়গা গুলি বরাদ্দ দিয়েছেন,এবং আমাদের জমির কাগজে স্পষ্ট লেখা আছে যে কোন বহু তল ভবন করা যাবে না,অথচ কবির হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনকে হাত করিয়ে,সরকারের আইন অমান্য করে বহু তল ভবন তৈরি করেছে,সি,ডি,আইয়ের প্ল্যান ছাড়া কোন প্রকার পাইলিং ছাড়া,যাহা ঝুঁকিপূর্ণ,যেকোনো মুহূর্তে পুরো ভবন ভেঙ্গে পরতে পারে। এছাড়া উপস্থিত আশেপাশের ঘরের লোকজন,যেমন আয়েশা বিবি টুটু, ফাতেমা বেগম,সীমা বেগম,মিনু বেগম,সবুরা বিবি, লাকি আক্তার,এ সকল লোকজন অভিযোগ করেছেন।
যে তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন,কারণ আজকে ওয়াল ভেঙ্গে একটি পরিবারের ঘরের উপ র পড়েছে,যে কোন মুহূর্তে পুরো ভুবন ভেঙ্গে আমা দের সবার ঘরের উপর পড়লে আমাদের বাঁচার কোন উপায় থাকবে না। তাই সরকার ও প্রশাসনের দৃষ্টি আমাদের আকুল আবেদন এই ভবনটি ভেঙ্গে ফেলে দেওয়ার জন্য অন্যথায় তারা মানববন্ধনের হুঁশিয়ারি দিয়েছে,
এ বিষয়ে মুঠোফোনে ভবনের মালিক কবির থেকে জানতে চাইলে,তিনি বলেন এখানে সামান্য ওয়াল ভেঙ্গে পড়েছে তেমন কিছু হয়নি,আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। এই বিষয়ে বার্মা কলোনির কমিটির সাধা রণ সম্পাদক এর কাছে জানতে চাইলে,তিনি বলেন ঘটনাটি সত্যি দুঃখজনক চারতলা ভবন থেকে ওয়া ল ভেঙ্গে পড়েছে তবে কোন মানুষ মারা যায়নি,আম রা বলেছি ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য,এবং রিফুজির জায়গার উপরে বহুতল ভবন কোনমতেই করা যাবে না।