April 28, 2025, 11:20 am
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএমএসএফের শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক রতন আলী মোড়ল

Reporter Name

সীমান্ত মোল্লা জেলা প্রতিনিধি শরীয়তপুর:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের দাবি অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই স্লোগান সামনে রেখে।

গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখা অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদোন্ন তি করা হয়। রতন আলী মোড়ল পরপর দুইবার প্রচারে প্রকাশনা সম্পাদক থাকার পর সংগঠনের কার্যবিধি প দোন্নতির জন্য।শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদ ক হিসেবে জাজিরা উপজেলা ও পদ্মা সেতু দক্ষিণ থানার দায়িত্ব প্রদান করে ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সভাপতি ফারুক আহমেদ মোল্লা এশিয়ান টিভি ও দৈ নিক খোলা কাগজের জেলা প্রতিনিধিসংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন আলম দৈনিক ইত্তেফাক ও দি মর্নিং গ্লোরি পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি শাহিন আলমঅর্থ দপ্তর সম্পাদক আলোকিত শরীয়তপুর প্রতিনিধি আমি র হোসেন,জাজিরা উপজেলা বিএমএসএফ শাখার নব -নির্বাচিত সভাপতি শাওন বেপারী দৈনিক আজকের দর্পণ, সহ-সভাপতি মানজারুল ইসলাম মিলন দৈনিক মাতৃ জগত, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহিম দৈনিক কালবেলা জাজিরা উপজেলা প্রতিনিধি,

যুগ্ম সাধারণ সম্পাদক সাগর মিয়া খবরের পত্র, সাংগ ঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয় দৈনিক আমাদের মাতৃভূমি,সহ অর্থ দপ্তর সম্পাদক/কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম রিয়াদ দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ জাজিরা উপজেলা প্রতিনিধি প্রমুখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ শাখা শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে জাজিরা উপজেলা এবং পদ্মা সেতু দক্ষিণ থানার সংগ ঠন বৃদ্ধি করার লক্ষ্যে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে নেন।

রতন আলী মোড়ল শরীয়তপুর জাজিরা উপজেলা প্রে সক্লাবের নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসে বে দায়িত্ব আছেন এবং দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ ঢাকা বিভাগীয় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও মুক্তকন্ঠ.কম এবং দৈনিক দেশজগত পত্রিকার শরী য়তপুর জেলা প্রতিনিধি হিসেবে বিগত পাঁচ বছর যাবত সাংবাদিকতা করছেন।

প্রতিশ্রুতি আবদ্ধ সংগঠনটি একটি অরাজনৈতিক স্বে চ্ছাসেবী সাংবাদিক সংগঠন,সাংবাদিকরা অধিকার থে কে বঞ্চিত নির্যাতিত মফস্বল পর্যায় সাংবাদিকদের অধি কার ফিরিয়ে আনতে ১৪ দফা দাবি তুলে ধরেন,সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তুলেন, বাং লাদেশের মফস্বল সাংবাদিকদের জন্য সুশিক্ষা সুনাগ রিক সুসাংবাদিকতা সাংবাদিক হয়ে সাংবাদিকের প্রতি সজনশীলতা তৈরি করেন এবং সঠিক পন্থায় সাংবাদি কতার নির্দেশনা দেন।

দেশের সাংবাদিকদের জাতীয় মর্যাদা প্রতিষ্ঠা অধিকার দাবি আদায়ের জন্য,দেশের প্রধান মফস্বল সংগঠন হিসাবে জায়গা করে নিয়েছেন,এক কথায় বলা চলে শীর্ষ স্থানীয় জাতীয় সংগঠন,সর্বস্তরের সাংবাদিকদের জন্য আশ্রয়ের কেন্দ্র,প্রায় একযুগ যাবত বাংলাদেশের মফস্বল পর্যায় সাংবাদিকদের মাঝে কল্যাণময় হয়ে কা জ করে যাচ্ছে সংগঠনটির অন্যতম সংবিধান,মরণ ঘা তীর অন্তরালেও সোচ্চার জেগে ওঠো বাংলার বিবেক জেগে ওঠো বাংলার দর্পণ তোমরা রাষ্ট্রীয় সম্পদ অধিকার চাই মর্যাদা চাই।



Our Like Page
Developed by: BD IT HOST