……………………………………………………
হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনি ধিঃ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের গোপালগন্জ থানা মুজিব বাহিনী প্রধান,গোপালগন্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোপালগন্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্হ সহচর,নিউইয়র্ক প্রবাসী আওয়ামী লীগনেতা বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরীর বড ভাই এবং গোপালগন্জের মাটি ও মানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা ইমাদাদুল হক চৌধুরী গত ৬ ফেব্রুয়ারি,সোমবার,সকাল ১১ঃ০০টায় ঢাকা পিজি হাসপাতাল এ,চিকিত্সাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন।
প্রবীণ নেতার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি তিন তনয়,এক তনয়া,নাতী,নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। খবর বাপসনিউজ। প্রবীণ নেতা ও বীরমুক্তিযোদ্ধা ইমদাদুল হক চৌধুরীর —এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মুলধারার রাজনীতিক এমএ সালাম,
উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বৃহতর চট্টগ্রাম আওয়ামী ফোরাম আমেরি কার সভাপতি ফজলুল কদের চৌধুরী আদর,সহ সভাপতি সু্যফুল করিম ও সাধারন সম্পাদক সাংবা দিক হেলাল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মিঠু,নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি ওসমান গনি,সহ সভাপতি বিশ্বজিৎ সাহা ও সাধারন
সম্পাদক সুহাস বডুয়া হাসু,যুক্তরাষ্ট্রস্হ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স’১৯৭১ ইউএসএ -এর সভাপকি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বোয়ালখালী উপজেলা সমিতি অব আমে রিকার সভাপতি খুরশেদ খন্দকার,আওয়ামী লীগনে তা মাহবুবুর রহমান মিলন,দেলওয়ার মানিক,জাহাং গীর কবির,গোলাম ফারুক,তারেকুল হায়দার চৌধু রী,মোঃনাজের,নাজিম উদিদন,নবী চৌধুরী,শাহজা হান চৌধুরী,এরশাদ ওয়ারেস,মোঃফুরকান.মাসুদ সিরাজী,মহিউদ্দিন খোকন,ইয়াসমিন ফাত্তাহ ঝরনা ও রুমো চৌধুরী প্রমুখ।