January 20, 2025, 12:45 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেনাপোলে ভারতীয় পণ্য সামগ্রী সহ ৬ চোরাকারবারি গ্রেফতার

Reporter Name

নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ

যশোরের বেনাপোল থেকে পোর্ট থানা পুলিশ বিশেষ অভি যান চালিয়ে বিপুল পরিমাণের ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারি গ্ৰেফতার করেছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো,কুদ্দুস মন্ডল (৩৩),পিতা-আজগর মন্ডল,মাতা-হালিমা বিবি, সাং-সাকদাহ জাদবপুর,থানা-স্বরুপ নগর, জেলা-উত্তর চব্বিশ পরগোনা,ভারত,মানিক মিয়া (৪৭),পিতা-মৃত আব্দুস সুবহান,সাং-রামনগর খাঁপা ড়া,থানা-কোতয়ালী,জেলা-যশোর,আলী হোসেন (২৬) ,পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বড় আঁচড়া (গেটপাড়া), তরিকুল ইসলাম (২৯),পিতা-মৃত সালেক শেখ,সাং-ছোট আঁচড়া (পশ্চিমপাড়া), ইমরান হোসেন (৩৩),পিতা-মোঃ আব্দুল আজিজ,সাং-গাতিপাড়া (মাঝপাড়া),তানভির হোসেন (২০), পিতা-মোঃ ইউসুফ আলী,সাং-সাদীপুর (বেলতলা),বেনাপোল পোর্ট থানা।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবা দের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানার ছোট আঁচড়া সাকিনস্থ বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে পাঁকা রাস্তার উপর হতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে গ্ৰেফতার করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূৃঁইয়া বলেন,আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

মোবাইল ০১৭১২৯৪৭৮৭১



Our Like Page
Developed by: BD IT HOST