কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের বাজার পরিদর্শন চলকালীন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রি করার অপরাধে ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলায় ৩টি চিনির পাইকারি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।
সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে কুড়িগ্রাম সদরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে ৫,০০০ টাকা, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কালিবাড়ির এন কে ট্রেডার্স এর মালিক শ্রী নারায়ণ চন্দ্র কুণ্ডুকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।