ক্রীড়া প্রতিবেদক কক্সবাজার ক্রিকেট একাডেমীর আমন্ত্রণে বাংলাদেশ সফলে আসে ভারতের জল পা ইগুড়ি আরএসএ ক্রিকেট সেন্টার।গত রোববার রা তে দলটি কক্সবাজারে পৌঁছে। সোমবার (১৪ নভে ম্বর) সকাল ৮টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে সফর রত দলের সাথে প্রীতি টি—২০ এর প্রথম ম্যাচে মু খোমুখি হয় স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একা ডেমী।
কক্সবাজার ক্রিকেট একাডেমীর অধিনায়ক জয় পা ল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানায় আম্পায়া রকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারি য়ে ১৬৪ রান সংগ্রহ করে। ১৬৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রা ন সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারী আরএসএ ক্রিকেট সেন্টার জলপাইগুড়ি। এতে ২৪ রানে জয় লুপে নেয় স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমী।
এর আগে প্রীতি টি—২০ সিরিজের উদ্বোধনী অনু ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্স বাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্স বাজার আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সাধা রণ সম্পাদক জাহেদুর রহমান শামীম,কক্সবাজার ক্রিকেট একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দী ন লাভু,কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ ও সাধারন সম্পাদক লতিফ উল্লাহ চৌধূরী এবং সফর কারী দলের প্রধান পৃষ্টপোষক বিদ্যুৎ রায়,চট্টগ্রাম উদয়ন ক্রিকেট একাডেমীর কোচ ফিরোজ খানসহ নেতৃবৃন্দ।
স্কোরঃ কক্সবাজার ক্রিকেট একাডেমী ১৬৪/৯ (২০)
শিমুল— ৬৫,ইফতি— ২৯,জয়পাল—২১,ওয়া সিফ—১৪। অংকিত—৪,ভাস্কর রায়—২ শামীম ও সুসু মন ১ টি করে উইকেট লাভ করে।
আরএসএ ক্রিকেট সেন্টার ১৪০/৯ (২০)রজত—৩৬,অমিত—২৬,শামীম—২১,ভাস্কর—১৭, তুহিন—১১ রান করেন।ইমরান—৩,জয়পাল—২,শিমুল—২ ও রাসেল ১টি উইকেট লাভ করেন।