খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় নতুন (ওসি) ইতিম ধ্যে যোগদান করেছেন।ভুরুঙ্গামারী থানায় সদ্য যোগদান কৃত নতুন অফিসার ইনচার্জ এর নাম নজরুল ইসলাম। তিনি ভুরুঙ্গামারী বাসিকে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এ কথা বলেছেন যে, তিনি শুনেছেন ভুরুঙ্গামারী লোকজন অনেক সহজ সরল ও ন্যায় -নিষ্ঠাবান এবং ন্যায় পরায়ন মানুষ। তিনি এইও বলেছেন যে, এ উপজেলার অধিবাসীরা আইন অনুসারে কাজ করে এবং আইন মেনে চলে। তিনি এই থানার অধিবাসীদের প্রতি আশাবাদী ব্যক্ত করে বলেন যে এই উপজেলার মানুষ যেন সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে।
অফিসার ইনচার্জ ইতি মধ্যো দায়িত্ব পেয়ে বেশ কয়ে কটি কাজও করেছেন।মাদকদ্রব্য আসামী আটক সহ বাল্য বিবাহ প্রতিরোধ,জমি সংক্রান্ত বিষয়ে হট্টগোল মারামারি যাতে না হয় সে বিষয়ে বিশেষ ভূমিকা রেখেছেন।
তিনি ভূরুঙ্গামারী উপজেলার মানুষকে উদ্দেশ্য কর বলেন যে সঠিক তথ্য দিয়ে যেন পুলিশকে সহযো গিতা করে যেনো পাশে থাকে। আমরা পুলিশ প্রশা সন সব সময় জনগণের সেবায় নিয়োজিত ছিলাম এবং থাকবো। এরকমই প্রত্যাশা জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।