আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেয়া ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠন বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন এই ছাত্র সংগঠনের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর পৌর ছাত্রলীগের নেতৃত্বে (৪ জানুয়ারি) বুধবার দুপুরে রাণী ভবানী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামন থেকে একটি বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে রায়পাড়া মোড়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।