প্রথম বাংলা – ময়মনসিংহে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খানের রুমে এএসআই উমর ফারুকের উদ্ধার করা ২টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।
এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল উদ্ধার করা হচ্ছে।
তবে এসময় কাউকে আটক করা যায়নি”
পুলিশ আরও জানায়, সম্প্রতি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।