প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চোরাই এমএস রড ১৪ মেঃ টন (চৌদ্দ হাজার কেজি) ও একটি ট্রাক এবং চোরসহ ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে মীরকান্দার আম্বিকাগঞ্জ বাজার মোড় শম্ভুগঞ্জ টু পরানগঞ্জ গামী থেকে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো বগুড়ার মোঃ আতিকুল ও মোঃ ইমরান। তাদের হেফাজত থেকে এমএস রড ১৪ মেঃ টন (যার মধ্যে ১২ মি.মি ৬৯ বান্ডিল,ওজন ৫,০০০ (পাঁচ হাজার) কেজি,১৬ মি.মি ৬৯ বান্ডিল/২ পিস,ওজন ৫,০০০ (পাঁচ হাজার) কেজি, ২০ মি.মি ৬৫ বান্ডিল, ওজন ৪,০০০ (চার হাজার) কেজি,) যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা এবং উল্লেখিত রড বহনকারী একটি ট্রাক,যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ট-২০-৭৫৪৭,একটি ৫ টন ট্রাক,যাহার সামনের অংশে হলুদ রংয়ের মধ্যে কালো কালি দিয়া ইংরেজীতে ASHOK LEYLAND, MODEL NO-1616,চেসিস নং- MB1A3HFC8HRYT9695,ইঞ্জিন নং- HETZ114585,TYRE SIZ-1000 R 20 উদ্ধার করা হয়। উল্লেখিত চোরদের বরাত দিয়ে ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন,তারা চট্টগ্রাম নাসিরাবাদ শিল্প এলাকা হইতে উল্লেখিত মালামাল নিয়া গাইবান্ধা সদর তালুকদার স্টীলের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তারা একই কায়দায় বিভিন্ন কোম্পানী হইতে মালামাল বহন করে কৌশলে চুরি করে অন্যত্র বিক্রয় করে আসছে।
এছাড়া এসআই মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিতিত্তে এ.বি.গুহ রোড মালগুদাম ওভার ব্রীজ সংলগ্ন নুর মোহাম্মদীয়া জামে মসজিদের পশ্চিম পাশ থেকে দস্যুতার প্রস্তুতিকালে আসামী শান্ত সরকার,আলামিন ওরফে প্রান্তকে দেশীয় অস্ত্র সহ, এসআই মনিরুজাম্মানের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিতিত্তে রাজগঞ্জ বাজার থেকে মাদক বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী আসামী মনিরুজ্জামান ওরফে খোকন মিয়াকে তিনশত পিস ইয়াবা সহ,
এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিতিত্তে পাটগুদাম ব্রীজ মোড় থেকে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রাহাত মিয়াকে ৩০ পিস ইয়াবাসহ,
এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম জন সাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী মোঃ জিহান ফারুকীকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আলা উদ্দিন,আশরাফুল আলম,এএসআই ইকবাল হোসেন, নুরুজ্জামান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত ১০ পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো,মোঃ বাবুল মিয়া,মোঃ রুবেল,মোঃ অলি উল্লাহ ওরফে অলি, মোঃ মোবারক হোসেন মুন্না মিয়া। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।