স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ ভুমি অধিগ্রহণ ( এল এ শাখার) দুই সার্ভেয়ার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা যায় ভুমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আজাহারুল ইসলাম ও মহিউদ্দিন টাকা ছাড়া ভুমি অধিগ্রহণের কোন রিপোর্ট তৈরী করেন না।
অধিগ্রহণ করা ভুমি মালিকগণ হয়রানির শিকার হচ্ছে।
এল এ শাখার বেশ কয়েকজন সার্ভেয়ার এর ঘুষ বাণিজ্যর কারনে ক্ষতিগ্রস্ত ভুমির মালিকগণ চরম হয়রানির শিকার হচ্ছে।
গৌরিপুর উপজেলায় ২০১৭ সালে ভুমি অধিগ্রহণ করা হলেও ক্ষতিগ্রস্ত ভুমির মালিকদ্বয় গোলাম মোস্তফা, আবুল কালাম ৩০ শতাংশ ভুমির ক্ষতিপূরণ এর অর্থ এখনও পাননি। সার্ভেয়ার আজাহার এর কারসাজির কারনে।
মুক্তাগাছার অধিগ্রহণ কৃত ভুমির মালিক হাসান আলী ও ফারুক ক্ষতিপূরণ এর অর্থ পেতে সার্ভেয়ার আজাহার এর রুশানালে পরে হয়রানির শিকার হয়েছে।
জানা যায় সার্ভেয়ার আজাহারুল ইসলাম ও মহিউদ্দিন দুর্নীতি ও অনিয়ম এর মাধ্যমে নামে বেনামে কোটি, কোটি টাকার সহায় সম্পদ গড়ে তোলেন।
এ ব্যাপারে সার্ভেয়ার আজহার এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি প্রতিবেদককে অফিসে আসতে বলেন এবং খোঁজ খবর নিয়ে লিখতে বলেন।