স্টাফ রিপোর্টার – সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে ময়মনসিংহ সড়ক জোন অফিসে চলছে নীরব অনিয়ম ও দুর্নীতি।একটি সুত্রে জানা যায় জোন অফিসের
সহকারী প্রকৌশলী মিজানুর রহমান দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে লাখ, লাখ টাকা ঘুষ আদায় করছেন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নামে।
জানা যায় ময়মনসিংহ সড়ক জোন এর অধিনে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের যে সকল টেন্ডার অনুমোদন ও দরপত্র আহ্বান , ফাইনাল বিল পরিশোধ করা হয়।এ ক্ষেত্রে ধাপে, ধাপে ঘোষ দিতে হয়। আর ঘুষের আদায় এর লাখ, লাখ টাকা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এর কাছে রেখে বিভিন্ন মহলে পৌঁছে দেয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিবেদক সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এর কাছে মোবাইল ফোনে মতামত জানতে চাইলে তিনি মতামত না দিয়ে অফিসে যেতে বলেন।
অপরদিকে ময়মনসিংহ সড়ক জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করলে সম্ভব হয়নি।দেশ ও জনস্বার্থে পরবর্তী সংখ্যায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।