January 25, 2025, 4:40 pm
শিরোনামঃ
বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার শাহজাদপুরের নুকালী হাই স্কুল মাঠে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নেই ৫ আগষ্টে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান হয়েছে” বললেন আসাদুজ্জামান কামাল ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা শাহজাদপুরে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা, নজীরবিহীন বন উজাড় নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাননীয় প্রধানমন্ত্রী সেনবাগ মত‌ইন বৌদ্ধ পল্লীর কান্না স্বচক্ষে দেখে যান।ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

Reporter Name

  • নিজস্ব প্রতিনিধি
    —————————————————————-
    মত‌ইন বৌদ্ধ পল্লীর ২০০ বছরের মানুষের চলাচলে র একমাত্র রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মাণ এবং বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন বড়ুয়ার মেয়ের জামা ই রিপন বড়ুয়ার পৈত্রিক সম্পত্তি একই ব্যক্তি প্রবাসী লোকমান হোসেন জোরপূর্বক দখল করিয়াছে।এবং ভূমি দস্যুরা গলায় সাইনবোর্ড ঝুলিয়ে সংখ্যালঘু বৌদ্ধ গ্রামবাসীদের পৈত্রিক সম্পদ যে যার মত করে দখল করিতেছে।বাজারে ও চলাচলের রাস্তায় বিভি ন্নভাবে হুমকি,ধামকি দিয়ে হেনস্থা করিতেছে মা বোনদের ও নিরীহ বৌদ্ধ পল্লীর বাসিন্দাদের।ভূমিদ স্যুর গ্রাসে নোয়াখালী সেনবাগ মত‌ইন বৌদ্ধ পল্লীর শৈশবের একমাত্র যাতায়াতের রাস্তা ক্ষমতার কালো থাবার দখল হ‌ইয়াছে ১৭ই জানুয়ারি২০২৩ ইং মঙ্গল বার,বৌদ্ধ পল্লীর মানুষের কি নিদারুন মানবেতর জীবন,স্কুল গামী ছাত্র-ছাত্রী,বয়োবৃদ্ধ অসুস্থ মানুষে র প্রাত্যহিক ঔষধপত্র ক্রয়‌ হাটবাজার খাদ্য পন্য ক্রয় আহার,রোগে শোকে,কান্নায় ভবিষ্যৎ স্বপ্ন ভেঙ্গে যেন চুরমার,ভূমি দস্যু করিয়াছে চলাচলের রাস্তা দখল এবং পৈতৃক ভিটাবাড়ি।

গত ৫ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং সেনবাগ উপজেলা প্রশাসনে মত‌ইন বৌদ্ধ পল্লীর অসহায় বৃদ্ধ নারী ,পুরুষ, যুবক-যুবতী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেন,সেনবাগ উপজেলা চত্বরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ভূমিদ স্যুদের ধিক্কার দেয়।মহান স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র ছিল মানবতা এই বৌদ্ধ পল্লীতে বসবাস করেন একজন ভারতীয় তালিকার বীরমুক্তিযোদ্ধা অজিত রঞ্জন বড়ুয়া স্বাধীনতা সংগ্রামে তাহার অবদান বিশ্ব স্বীকৃত।এলাকাবাসী মানববন্ধন করলে এসিল্যান্ড তানজিম আলম( তুলি) স্বশরীরে এসে বলেন প্রাচীন বৌদ্ধ জনগোষ্ঠীর পথটি কখনও বন্ধ হবেনা তিনি আশ্বাস দিলেন এবং পথটি খুলে দেওয়া হয়।

গত ২২/০২/২০২৩ ইং বুধবার অজ্ঞাত কারণে,বৌদ্ধ পল্লীর কয়েকজনকে সেনবাগ এসি ল্যান্ড তানজিম আলম (তুলি) অফিসে ডেকে নিয়ে ৩টি শর্ত জুড়ে দেন ১.জায়গাটি কিনে নিতে হবে ২. জায়গার পরিব র্তে জায়গা দিতে হবে ৩,অভিযুক্তের বিরুদ্ধে মামলা দেয়ার পরামর্শ দেওয়া হয়। সিদ্ধান্ত নিতে হবে (০৩) তিন দিনের মধ্যেই এসিল্যান্ডের এমন মন্তব্যে কিংক র্তব্যবিমূঢ় হয়ে যায় মত‌ইন বৌদ্ধ গ্রাম বাসীরা।ভূমি দস্যুরা বৌদ্ধ পল্লী এবং বিহারে যাওয়ার পথটি পুনঃ বন্ধ করে দেয়।এবং বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন বড়ুয়ার মেয়ের জামাই রিপন চন্দ্র বড়ুয়ার পৈত্রিক সম্পত্তি গত ২৬/০২/২০২৩ ইং একই ব্যক্তি লোকমা ন হোসেন জোরপূর্বক তাহার লাঠিয়াল বাহিনী দ্বারা দখল করে নেয়।

উল্লেখ্য, ১৯১০ সালে উক্ত বৌদ্ধ পল্লীতে মতইন গৌতম বৌদ্ধ বিহারটি নির্মিত হয়েছিল। ১৯৯২ সালে ভারতের বাবরী মসজিদ ভাঙ্গার ইস্যুতে উক্ত বৌদ্ধ পল্লীর বড়ুয়া পাড়া এবং বৌদ্ধ বিহারটিতে লুটপাট সহ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় উগ্রবাদীরা। নিরাপত্তা স্বার্থে জায়গা জমি বিক্রি করে অন্য গ্রামে চলে যায় বৌদ্ধপল্লীর কয়জন বাসিন্দা।১৯৯৩ সালে নিরাপত্তার খাতিরে তৎকালীন ১০ম সঙ্ঘরাজ জ্যো তিপাল মহাথেরোর তত্ত্বাবধানে গ্রামের অভ্যান্ত রে গ্রামবাসীর আর্থিক অনুদানে বৌদ্ধ বিহার টি পুনঃ নির্মিত হয়। তখন থেকে এখনও ভীত সন্ত্রস্ত হয়ে জীবন যাপন করে আসছে বৌদ্ধ পল্লীর অসহা য় মানুষগুলি।অন্যদিকে সরকারের নিরাপত্তা বাহিনী র র‍্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় বৌদ্ধরা ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করে আসছে।মাননীয় প্রধানমন্ত্রী আপনার কার্যকরী হস্তক্ষেপ আমরা বুদ্ধ পল্লীর বাসি ন্দারা একান্ত কামনা করি।



Our Like Page
Developed by: BD IT HOST