আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” শ্লোগানে রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশিং ডে – ২২ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে বাঘা থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।শোভাযাত্রাটি বাঘা থানার চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে থানা চত্তরে তদন্ত (ওসি)আব্দুল করিম এর সঞ্চালনায় বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,বাঘা উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,
বাঘা উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিট পুলিশিং কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু,প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলার সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মোল্লা,মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ নসিম উদ্দিন,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ প্রমূখ।
কমিউনিটি পুলিশিং ডে সভায় উপস্থিত ছিলেন,জনপ্রতিনিধি,শিক্ষক,ঈমাম, ব্যবসায়ী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।