কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পান্থাবাড়ি বালাকান্দি সরকারী প্রাথ মিক বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর বিরুদ্ধে।বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকালে প্রধান শিক্ষক আই য়ুব আলী উক্ত বিদ্যালয় মাঠের গাছ বিক্রির উদ্দে শ্যে কাটলে বাধা দেয় এলাকাবাসী। এসময় কর্তন কৃত পাঁচটি ইউক্যালিপটাস গাছের মোট ২৩ টি অংশ আটক করে বিদ্যালয়ের সম্মুখে রাখেন এলা কাবাসী।এবিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, সরকারী নিয়ম মেনেই গাছ কাটা হয়ে ছে। কি করার করেন বলে ফোন কেটে দেয়।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরু ল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে আমাকে কোনো কিছু অবগত করেননি। সরকারী নিয়ম বহির্ভূত গাছ কাটার এখতিয়ার কারও নেই।এবিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম জানান, সরকারী বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি মাত্র বিষয়টি জানলাম। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।